|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে আখেরি মোনাজতের মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী ইজতেমা
মোনাজাত পূর্ব বয়ানে চরমোনাই পীর বলেন, ‘জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না, আল্লাহ তা’আলাই সকল ক্ষমতার উৎস। এই বিশ্বাস সকল মুসলিমকেই লালন করতে হবে। সকল ইবাদতেই নিয়তের পরিশুদ্ধতা না থাকলে ইবাদত কবুল হবেনা।’
https://www.ulipur.com/?p=21469
➤ কুড়িগ্রামে জেগে ওঠেছে নতুন চর, নাম দেওয়া হলো ‘ইয়ুথনেট’
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের মাঝে জেগে ওঠা নতুন একটি চরে আশ্রয় নেওয়া ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে শীত নিবারণের কম্বল, স্যানিটেশন ল্যাট্রিন, টিউবওয়েল, ঢেউটিন, ভিটে মাটি উঁচুকরণে নগদ অর্থ, সেলাই মেশিন ও বিভিন্ন সবজি বীজের চারা দেওয়া হয়।