|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, ডিসেম্বর ২১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে শব্দ দূষণের দায়ে ৭ পরিবহনকে জরিমানা
কুড়িগ্রামে পরিবেশ দূষণের দায়ে ৭ পরিবহনকে জরিমানা ও ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম সদরের ধরলা সেতু সংলগ্ন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা -২০০৬ অনুসারে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
➤ রৌমারীতে পুকুরের মাছ লুট করেছে দুর্বৃত্তরা
পুকুরের মালিক জয়নাল অভিযোগ করে বলেন, আমার ফসলি জমিটি নিচু। সেখানে বছরের ছয় মাস পানি জমে থাকে। বর্ষার মৌসুমে আমি সেখানে মাছ চাষ করি। পৌষ মাসে পানি কমে গেলে মাছ ধরে ইরি-বোরো লাগাই। পুকুরের পানি কমে যাওয়ায় এবার হঠাৎ সঙ্ঘবদ্ধ হয়ে জহুরুল, জাহিদুল, দুদু মিয়া, রুবেল মিয়া, ধলু, গোলে রানী, জহুরা, ওলেদা, আরিফাসহ ৩০/৩৫ জনের একটি দল আমার পুকুরের মাছ লুট করে নিয়ে যায়।
➤ পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে কুড়িগ্রামে রংপুর বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
কর্মশালায় পুলিশ সুপার বলেন, “কবিতায় আমরা পড়েছি ষোলআনাই মিছে কিন্তু কুড়িগ্রাম জেলা ১৬ টি নদ-নদী দ্বারা বেষ্টিত এখানে বত্রিশ আনাই মিছে। আমাদের শিশুদের সাঁতার প্রশিক্ষণ দিতে হবে, অভিভাবকদের অনেক বেশি সচেতন থাকতে হবে। পরবর্তী প্রজন্মকে রক্ষা করা আমাদের প্রধানতম কর্তব্য। জিও, এনজিওর সমন্বয়ে কুড়িগ্রাম জেলায় আমরা পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে একসাথে কাজ করতে চাই এব্যাপারে পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
https://www.ulipur.com/?p=21414
➤ কুড়িগ্রামে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা
আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে কুড়িগ্রামে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু হচ্ছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে ইজতেমা আয়োজক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন খান আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
https://www.ulipur.com/?p=21419