|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে ফ্রেন্ডস ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক জাদুঘরের উদ্বোধন
উলিপুর ফ্রেন্ডস ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক জাদুঘরের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফ্রেন্ডস ফেয়ার আয়োজনে কাচারী চত্বরে পাঠাগার ও আঞ্চলিক পুস্তক জাদুঘরের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
ulipur.com/?p=21372
➤ উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন
লেখক ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফার ‘উলিপুরের ইতিহাস, উলিপুরের নদী ও জলপ্রবাহ, উলিপুরে গণহত্যা শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’ গ্রন্থ তিনটি স্থানীয় ইতিহাস চর্চায় ব্যাপক প্রশংসিত হয়েছে। সেই অনুযায়ী ৪র্থ গ্রন্থ হিসাবে ‘উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
https://www.ulipur.com/?p=21368
➤ কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন এসপি মাহফুজুল
কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য, সদর থানা ১১ জন, রাজারহাট ১৬ জন, উলিপুর ৫০ জন, ভূরুঙ্গামারী ১৪ জন, কচাকাটা ১ জন, চিলমারী ২০, রৌমারী ১৪, নাগেশ্বরী ১০, ফুলবাড়ী ১২ জন সহ ১৪৭ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন।
https://www.ulipur.com/?p=21377