|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুর মহান বিজয় দিবস পালিত
উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে প্রভাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০ বার তোপধ্বনী, সূর্য্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধুর ম্যুরাল ও ৭১ এর গণকবর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।
https://www.ulipur.com/?p=21356
➤ রৌমারীতে পুলিশ প্যারেডে ‘জিন্দাবাদ’ বলায় বীর মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
রৌমারীতে মহান বিজয় দিবসে পুলিশ কর্তৃক প্যারেড, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের সময় টিম লিডার এসআই মামুন বাংলাদেশ ‘জিন্দাবাদ’ ধ্বনি উচ্চরণ করেন। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভর সৃষ্টি হয়েছে।
➤ ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ৫১তম মহান বিজয় দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ৫১তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাসটার্মিনালে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।