।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে (১৫ডিসেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। স্ত্রী, এক পুত্র, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উলিপুর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম ডি ফয়জার রহমান প্রমূখ।
বৃহপতিবার রাত ৮ টায় ধামশ্রেনী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ধামশ্রেনী ইউনিয়ন যুবলীগের সভাপতি এম শফিক পঞ্চু প্রমুখ।
//নিউজ/উলিপুর/মালেক/ডিসেম্বর/১৬/২২