|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, ডিসেম্বর ১২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
চিলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিভার্সাল এমিটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ডাটিয়ার চর এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।
➤ চিলমারীতে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ
রবিবার (১১ ডিসেম্বর) রাতে চিলমারীর সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকী নামে একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দেন। পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে গিয়ে দেখতে পায় তিনি দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করছেন।
https://www.ulipur.com/?p=21276
➤ উলিপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক রোগীর আত্মহত্যা
সামছুল হক অনেক দিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরের দিকে চৌমহনী বাজার সেডের এঙ্গেলের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে সকালে বাজারে মাছ বিক্রেতা হ্যাদালুসহ আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে নিহত ব্যক্তির পরিবারকে এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে।
https://www.ulipur.com/?p=21279
➤ রৌমারীতে ৬১ বোতল ভারতীয় মদসহ অটোরিক্সা জব্দ, আটক ৩
রৌমারী থানার পুলিশের একটি টিম ৫ নং যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের মো. বাদশা মিয়ার পানের দোকানের সামনে চৌরাস্তা মোড়ে রৌমারী থেকে রাজিবপুরগামী একটি অটোরিকশা তল্লাশি করে ৬১ বোতল মদ ও একটি অটোরিকশা আটক করা হয়।
https://www.ulipur.com/?p=21282
➤ কুড়িগ্রামের শিশু মাইশার মরদেহ ময়নাতদন্তের জন্য ১২ দিন পর কবর থেকে উত্তোলন
মাইশার মৃত্যুর ঘটনায় বাবার করা মামলায় দাফনের ১২ দিন পর মরদেহ কবর থেকে উত্তোলন করেছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে মিরপুরের রুপনগর থানা থেকে আসা পুলিশের তদন্তকারী কর্মকর্তা ও একজনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কুড়িগ্রাম পৌর শহরের ভেলাকোপা ব্যাপারী পাড়ায় মাইশার বাড়ির পাশ থেকে মরদেহ উত্তোলন করা হয়।
https://www.ulipur.com/?p=21286