।। টেক ডেস্ক ।।
ভিডিও গেমের বিশ্বের সকলেই পরিচিত। করোনার পর থেকেই তুলনামুলক হারে বেড়েছে ভিডিও গেমের আসক্তি, গেমের নেশায় বুদ হয়ে শিশু থেকে যুব সমাজ লক্ষ লক্ষ টাকার ভার্চুয়াল উপকরণ কিনছেন গেম খেলার জন্য। আবার কখনও কখনও হচ্ছেন প্রতারণার শিকার। বর্তমান সময়ে ভিডিও গেম একটি সামাজিক ব্যাধি হয়ে দারিয়েছে।
এই প্রজন্মের শিশু থেকে যুবকেরা মনে করেন মোবাইল স্ক্রিনের মধ্যেই তাদের পুরো জগৎ। আর ভার্চুয়াল মাধ্যমের আকর্ষণ থেকে বেড়িয়ে আসা দুঃসাধ্য হয়ে উঠেছে। বিশেষ করে কমবয়োসী ছেলে মেয়েদের মধ্যে এই অনলাইন গেমের নেশা দিন দিন বেড়েই চলেছে। এছাড়ও এই গেমে আসক্ত হয়ে পরছেন কর্মমুখী যুবকরাও। গেমের ফাঁদে নষ্ট করছেন প্রচুর পরিমান টাকা।
মূলত বর্তমান সময়ের জনপ্রিয় ভিডিও গেম, ফ্রি-ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, সিওসি, ভ্যলরেন্ট ইত্যাদি। এই গেমগুলিতে রয়েছে বিভিন্ন পর্যায়। ধাপে ধাপে সেগুলি অতিক্রম করতে হয়। এই আকর্ষণীয় গেম খেলার জন্য প্রয়োজন হয় বেশ কিছু ভার্চুয়াল উপকরণ। যা কিনতে খরচ হয় প্রচুর পরিমাণ টাকা। উপকরণ গুলো কিনে গেম খেলে পরবর্তী পর্যায় যাওয়া যায় খুব সহজে। একারণে
আসক্ত বাড়ে গেমের প্রতি।