|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, ডিসেম্বর ১০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে বিসিডিএস জেলা শাখার সাধারণ সভা ও কেমিস্টস সমাবেশ অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল কাদের বলেন, প্রত্যেক জেলা ও উপজেলায় এমআরপি নিয়মানুযায়ী ঔষধ বিক্রয় করতে হবে। প্রেসক্রিপশন ছাড়া কোন এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ কোম্পানীকে ফেরত দিতে হবে। এছাড়াও সমিতিরি সদস্য বাড়ানোর বিষয়ে জোড় দেন তিনি। পরে পূর্ববর্তী কমিটি ভেঙে দিয়ে উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে নতুন কমিটির নাম ঘোষণা করেন।
https://www.ulipur.com/?p=21256
➤ চিলমারী খেয়াঘাটের মালিকানা নিয়ে বিআইডব্লিউটিএ ও জেলা পরিষদের টানা হেঁচড়া
চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার লটঘাট নিয়ে বিআইডব্লিউটিএ ও কুড়িগ্রাম জেলা পরিষদের রশি টানাটানির আপাতত অবসান ঘটলেও বিচারাধীন রৌমারী খেয়াঘাট নিয়ে চলছে টানা হেঁচড়া। ফলে এনিয়ে নৌঘাটে টান টান অবস্থা বিরাজ করছে। যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন ঘাট সংশ্লিষ্টরা।
➤ নাগেশ্বরী বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু
পীরবাড়ী দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ডিপজল। শনিবার সে বোরো বীজতলায় সেচ দিতে বাড়ীর পাশে পুকুর থেকে পানি উঠাতে বৈদ্যুতিক মোটর স্থাপন করছিল। এসময় কাদামাটিতে বৈদ্যুতিক তার পড়ে যায়।
➤ বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর বিএনপি’র সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে সৃষ্টির পায়তারার প্রতিবাদে কুড়িগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।