|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, ডিসেম্বর ০৯, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারীতে ৮ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক
রৌমারীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের রাশেদা বেগম (৩২) ও খাটিয়ামারী গ্রামের জাহার আলী।আটককৃতরা সম্পর্কে বিয়াই বিয়ানী বলে জানা গেছে। https://www.ulipur.com/?p=21236
➤ বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুড়িগ্রামে জয়িতাদের সংবর্ধনা
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে আলোচনাসভা ও সমাজে বিভিন্ন কর্মকান্ড অবদান রাখার স্বীকৃতি স্বরুপ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। https://www.ulipur.com/?p=21239
➤ কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, বেলুন অবমুক্তকরণ, দুর্নীতিবিরোধী মাবনববন্ধন ও আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত কার্যালয়- কুড়িগ্রাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক ও সচেতন নাগরিক কমিটি সনাক যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। https://www.ulipur.com/?p=21242
➤ কুড়িগ্রাম সদরের তালতলায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
কুড়িগ্রাম শহরের সরকারি কলেজ সংলগ্ন তালতলা এলাকায় ইটবোঝাই ট্রলির চাকার নিচে পড়ে মোটরসাইকেল চালক এইচএসসি পরীক্ষার্থী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো এক কলেজ ছাত্র। নিহত লতিফুর রহমান উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুল ওহাবের পুত্র। সে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আহত কলেজ ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। https://www.ulipur.com/?p=21245
➤ রৌমারীতে হাতকড়া উদ্ধার হলেও আটক হয়নি আসামী
রৌমারীতে পুলিশের হাত থেকে এক মাদক ব্যবসায়ী হাতকড়াসহ পালানোর ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ ঘন্টা পর হাতকড়া উদ্ধার হলেও মাদক ব্যবসায়ী বাবলু মিয়া(১৯)কে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার ৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গি নয়াপাড়া গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। https://www.ulipur.com/?p=21247
➤ উলিপুরে আন্তজার্তিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা
উলিপুরে আন্তজার্তিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনার সভায় সভাপতিত্ব করেন, ইউএনও শোভন রাংসা। https://www.ulipur.com/?p=21250
➤ উলিপুরে সাবেক আরবি প্রভাষক মাও. আবু জাফর খাঁনের ইন্তেকাল
উলিপুর উপজেলার বাকরের হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাও. আবু জাফর খাঁন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে তিনি হৃদ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী, ২ কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুর আড়াইটায় দলদলিয়া ইউনিয়নের দক্ষিন দলদলিয়া খামার মাগুড়া তার গ্রামের বাড়ির খামার মাগুড়া সরকার পাড়া ঈদগাহ্ মাঠে জানাযা নামাজ শেষে খামার মাগুড়া সরকার পাড়া জামে মসজিদের সামনে দাফন করা হয়।