।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বাল্যবিবাহ ও জোড়পূর্বক বিবাহ বন্ধে স্থানীয় সরকারের (ইউপি) অপারেশন পদ্ধতি, পরিকল্পনা এবং বাজেট পদ্ধতি ও বিশ্লেষণ করার দক্ষতা উন্নয়ন বিষয়ক যুব নেতাদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বেলা ১১টায় আরডিআরএস বাংলাদেশ প্রশিক্ষণ কক্ষে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আয়োজনে, এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন। এ সময় বক্তব্য রাখেন ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা আবু ইসলাম, হাতিয়া ইউপি সচিব হারুন-অর-রশিদ, উলিপুর প্রেসক্লাবের সদস্য আব্দুল মালেক, প্রকল্পের টেকনিক্যাল অফিসার (লিড) আব্দুল মমিন, ফিল্ড ফ্যাসিলিটেটর শিউলী খাতুন প্রমুখ। সংলাপে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও যুব ফোরাম সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
//নিউজ/কুড়িগ্রাম//মালেক/ডিসেম্বর/০৮/২২