।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে স্থানীয় কতিপয় যুবক বিশ্বকাপ ফুটবল খেলা স্কুলের প্রজেক্টরে দেখতে না পেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক বিদ্যালয়ের নামে দলিলকৃত জমি উদ্ধার করে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে লিখিত দাখিল করেছেন। ঘটনাটি ঘটেছে, ধরনীবাড়ী ইউনিয়নের নাটির খামার গ্রামে।
অভিযোগে জানা গেছে, নাটির খামার বালিকা সরকারি প্রাাথমিক বিদ্যালয়টি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে যাতায়াতের জন্য নিজস্ব জমি না থাকায় শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ দেখে ২০১৭ সালে নুরুল আমিন নামে এক ব্যক্তি হাফ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করেন। পরে সেই জমিতে রাস্তা নির্মাণ করে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী যাতায়াত করেন। কয়েক বছর পর জমিদাতা মারা গেলে তাঁর অন্যান্য অংশীদাররা এখন জায়গাটি দখল দিচ্ছেন না। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা অন্যের বসত বাড়ির আঙ্গিনা দিয়ে অতি কষ্টে যাতায়াত করছেন। এতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত ১৫ নভেম্বর ফিফা কাতার বিশ্বকাপ ফুটবল খেলা আরাম্ভ হওয়ার আগে স্থানীয় কতিপয় যুবক প্রধান শিক্ষকের নিকট স্কুলের ব্যবহৃত প্রজেক্টরটি খেলা দেখার জন্য দাবি করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় প্রধান শিক্ষক তাদের দাবিকৃত প্রজেক্টরটি দিতে অপারগতা জানালে তারা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের চলাচলের সকল রাস্তা বন্ধ করে দেয়। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।
শিক্ষার্থীরা জানায়, আমাদের বিদ্যালয়ে আসার কোন রাস্তা নেই। এখন শুকনো মৌসুম জন্য আমরা জমি দিয়ে যাতায়াত করতেছি। বর্ষা মৌসুমে বিদ্যালয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, বিদ্যালয়ের নামে দলিলকৃত অর্ধ শতাংশ জমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের সুব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।
উপজেলা শিক্ষা অফিসার নাদিরউজ্জামান বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি ইউএনও স্যারকে অবগত করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
//নিউজ/উলিপুর//মালেক/ডিসেম্বর/০৬/২২