।। লাইফস্টাইল ।।
জিন্স প্যান্ট সবার কাছে খুব জনপ্রিয়। জিন্স পরতে ভালোবাসেন না এমন মানুষ কমই আছেন। ক্যাজুয়াল পোষাক হিসেবে জিন্স সবার পছন্দের তালিকার প্রথম সাড়িতে অবস্থান করছে। জিন্সে একটা বিষয় খেয়াল করেছেন? জিন্সে চারটি বড় পকেট থাকলেও এর মধ্যে আবার অন্তত একটি পকেটের ওপর আরেকটি ছোট্ট পকেট থাকে।
আমরা নিজেদের অভ্যাস আর কাজ অনুযায়ী বিভিন্নভাবে পকেটটি ব্যবহার করে থাকি। কখনো কি মনে এই প্রশ্ন জেগেছে, এই পকেটটি আসলে কী জন্য রাখা হয় জিন্সের প্যান্টে? নাকি নেহাতই ডিজাইনের দরকারে, নাকি আসলে বিশেষ কোনো কারণ ছিল?
১৮০০ শতকের কথা। পশ্চিমা অঞ্চলে তখন রোদে পোড়া তামাটে চেহারার কাউবয়রা মাঠে কঠিন পরিশ্রম করেন। সাহেবী কেতার লোকজনের মতো প্যান্ট না পরে তাদের পছন্দের পোশাক ছিল জিন্সের প্যান্ট। সে সময় ঘড়ি হাতে নয়, বরং পকেটে রাখার রীতি ছিল। ছোট ছোট পকেট কাউ বয়রা চেন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। জিন্সের এই ছোট পকেট নিয়ে মোট পকেট সংখ্যা পাঁচ। তবে ঐতিহ্য বজায় রেখে এখনও প্যান্টে ছোট্ট পকেটটি রাখা হয়।