।। টেক ডেস্ক ।।
ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন একটি গুগল অ্যাকাউন্ট কারণ ইন্টারনেট ব্যাবহার করতে আমরা নির্ভর করি গুগল এর উপর। ইন্টারনেট ব্যবহার করতে গেলে কোনো ব্যক্তির অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ গুগল অ্যাকাউন্ট।
তবে গুগল অ্যাকাউন্ট তৈরির পর প্রতিষ্ঠানটির সব সেবায় আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যায়। যেমন, ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, ফটোজ ইত্যাদি সেবা ব্যবহারের সময় সেই নামই থাকে। এই নাম পরিবর্তনের প্রয়োজন দেখা দিতে পারে যেকোনও সময়।
এন্ড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্টের নাম পরিবর্তন সহজ না হওয়ায় অনেকেই নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান। তবে কিছু ধাপ অনুসরণ করলে অ্যাকাউন্টের নাম খুব সহজেই পরিবর্তন করা যাবে।
চলুন জেনে নেওয়া যাক ধাপ গুলোঃ-
➤ প্রথমে আপনার ফোনের জিমেইল অ্যাপটি ওপেন করুন।
➤ এবার উপরের ডান পাশে আপনার ফটোতে অথবা নামের প্রথম অক্ষর থাকা আইকনে ক্লিক করুন।
➤ ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন।
➤ ওপরে কিছু অপশন দেখাবে, সেখান থেকে পারসোনাল ইনফোতে ক্লিক করুন।
➤ এবার বেসিক ইনফোর অধীনে নেম অপশন থাকবে। সেখানে ক্লিক করে এডিট অপশন থেকে নাম পরিবর্তন করুন। এক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চাইতে পারে।
➤ নাম এডিট করা হলে নিচে ডান দিকে সেভে ক্লিক করুন।