।। নিউজ ডেস্ক ।।
ফুলবাড়ীতে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আটক শিক্ষক মোতালেব হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি গোরকমণ্ডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মোতালেব হোসেনের বিরুদ্ধে কুড়িগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। তিনি জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করেন। শুনানি শেষে তাঁকে কুড়িগ্রাম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
গত ১৩ অক্টোবর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের আদালতে হাজির হলে তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, সহকারী শিক্ষক মোতালেবের সঙ্গে নবম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই শিক্ষক প্রায়ই ছাত্রীর বাড়িতে যাওয়া-আসা করতেন। বিষয়টি এলাকার অনেকেই জানতেন। সম্প্রতি ওই ছাত্রী মোতালেব হোসেনকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিষয়টি এড়িয়ে চলতে থাকেন। পরে গত ২৪ আগস্ট ছাত্রীর বাড়িতে বিষয়টি নিয়ে সালিশ বসানো হয়। সালিশে ন্যায়বিচার না পেয়ে ছাত্রীর বাবা পরদিন থানায় মামলা করেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আদালতের নির্দেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।