|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, নভেম্বর ২৬, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুটপাতে ভাপা পিঠা বিক্রির টাকা দিয়ে চলছে উলিপুরের পত্রিকা বিক্রেতা ভুট্টোর সংসার
সংসারের ঘানি টানতে এখন তিনি ফুটপাতের ভাপা পিঠা বিক্রেতা। তাঁর আপন চাচা পায়ে হেঁটে ২২ দেশ ভ্রমনকারি ওসমান গনি শখ করে নাম রেখেছিলেন জুলফিকার আলী ভুট্টো। বাবা-মায়ের রাখা নাম আবু মুত্তালিব। তাকে সবাই চিনে ভুট্টো নামে। ভুট্টোর বর্তমান বাড়ি উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি। জন্মস্থান চিলমারীর বৈলমনদিয়ার খাতা গ্রামে। পিতা-মাতার ৬ সন্তানের মধ্যে সর্ব কনিষ্ঠ ভুট্টো।
https://www.ulipur.com/?p=20888
➤ রাজীবপুরে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
আরাফাত ও রিদন বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিল। একপর্যায়ে তারা সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় তাদের জুতা ভাসছে।
https://www.ulipur.com/?p=20894
➤ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
ধামশ্রেনী ইউনিয়নের ভদ্রপাড়া এলাকার মহাফেজ আলীর ছেলে সাজু মিয়া শনিবার দুপুরে বাড়িতে চার্জে থাকা ইজিবাইক (অটোরিক্সা) এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান। এ সময় অসাবধনতা বসত তিনি ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।