।। নিউজ ডেস্ক ।।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় Training for Reporters of Electronic Media on Child Rights Issues in the Context of COVID-19 and Importance of Social and Behavior Changes Communication Programming শীর্ষক কর্মশালার সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২৪ নভেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হয়েছে। সরকারী পর্যায়ে প্রথমবার শুধুমাত্র অনলাইন ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের নিয়ে এই প্রশক্ষিণ কর্মশালার আয়োজন করা হয়। এখানে ২১ জন প্রতিনিধি/প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন উলিপুর ডট কমের প্রতিনিধিও।
সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম, এনডিসি এবং উক্ত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক জনাব মোঃ ফারুক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ৫-১১ বছর বয়সের শিশুর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা প্রদানের জন্য গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) ও সহকারী প্রকল্প পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম এবং কর্মশালা পরিচালক জনাব মোঃ আবুজার গাফফারী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কর্মশালা সমন্বয়ক জনাব মোঃ ফাইম সিদ্দিকী।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রতিবেদন ও খবর তৈরি করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সম্প্রচার করাই এ কর্মশালার মূল লক্ষ্য ছিল। কর্মশালায় Children and Women Rights, Mental Health and Wellbeing, Communication Techniques, Misinformation, Disinformation & Mal-Information, Internet Governance, Fact Checking and Verification Techniques (Rumor), Social Behavior Change Communication and Script Development সহ বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করা হয়েছে।