|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, নভেম্বর ২৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম জেলা পরিষদের নতুন সদস্যদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে জেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রামে অনার্স পরীক্ষার্থীর জন্য প্রশাসনের সকল ব্যবস্থা থাকলেও অংশগ্রহণ করেনি পরীক্ষার্থী
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর মির্জা নাসির উদ্দিন বলেন, প্রশ্ন পত্রের প্যাকেট না খুলে আমিও বার বার ঘড়ির দিকে তাকাচ্ছি। আর একজন অফিস সহায়ক প্রশ্নের প্যাকেট কাঁটার জন্য কাঁচি হাতে অপেক্ষা করছে । কিন্তু পরীক্ষার্থী না আসায় আমাদের সকলের শ্রম বৃথা গেল।
https://www.ulipur.com/?p=20825
➤ বিভিন্ন জেলার ডিসিদের সঙ্গে প্রতারণার চেষ্টায় গ্রেফতার নাগেশ্বরীর মমিনুল
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, ‘প্রতারক মমিনুল দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয়ে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিল।
https://www.ulipur.com/?p=20838
➤ ফুলবাড়ীতে একই পরিবারের তিন সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, সন্তানদের বাঁচাতে বাবার আকুতি
“ছওয়াগুলার কষ্ট সহ্য হয় না বাহে! ওমাকগুলাক বাঁচান। মুঁই আর পারং না”। কান্নাভেজা কন্ঠে কথাগুলো বলেন ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্য রাবাইতারী গ্রামের দিন মজুর রফিকুল ইসলাম। তার ৪ সন্তানের ৩জনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত।
https://www.ulipur.com/?p=20846