।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রে ২০২১ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষা গত ১৭/১০/২০২২ ইং তারিখে শুরু হয়ে বর্তমানে চলমান রয়েছে। আজ ২৩/১১/২০২১ ইং তারিখ সমাজ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল। কিন্তু কেন্দ্র উপস্থিতি ছিলৈন মাত্র ০১ জন পরিক্ষার্থী। উক্ত পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে যথাসময়ে প্রশ্নপত্র প্রদান করা হয়। পুলিশ পাহারায় অন্যদিনের মতো পরীক্ষা কমিটির একজন সদস্য ও একজন অফিস সহায়ক প্রশ্ন নিয়ে আসেন। পরীক্ষা কমিটির ০৩ জন সদস্য এবং ০১ জন কক্ষ পরিদর্শক পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করে অপেক্ষা করছেন।
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর মির্জা নাসির উদ্দিন বলেন, প্রশ্ন পত্রের প্যাকেট না খুলে আমিও বার বার ঘড়ির দিকে তাকাচ্ছি। আর একজন অফিস সহায়ক প্রশ্নের প্যাকেট কাঁটার জন্য কাঁচি হাতে অপেক্ষা করছে । কিন্তু পরীক্ষার্থী না আসায় আমাদের সকলের শ্রম বৃথা গেল। অগত্যা পরীক্ষা কমিটি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অনুপস্থিত দেখিয়ে টপশিট তৈরী করে স্বাক্ষর নিলেন। প্রায় ৩০ বছরের চাকুরী জীবনে মাত্র একজন পরীক্ষার্থীর জন্য এতগুলো ব্যস্ততম কর্মকর্তা-কর্মচারীর শ্রম বিফলে যেতে দেখিনি। এই ভিআইপি পরীক্ষার্থীর নাম- মো: মমিনুল হক, পিতা: মো: আনিসুর রহমান, রোল নং-২৩১৮৭৬৮। দেশের উচ্চ শিক্ষা বিস্তারের নামে যত্রতত্র অনার্স কোর্স চালু এবং কোনরকম তথ্য যাচাই-বাছাই ছাড়া অসংখ্য বিষয়ে অনার্স কোর্স চালুর কুফলে এটি একটি অন্ধকার দৃষ্টান্ত ছাড়া আর কিছুই নয়।