|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ “খ” শ্রেণী থেকে “ক” শ্রেণীতে উন্নীত হলো উলিপুর পৌরসভা
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উলিপুর পৌরসভাকে “ক” শ্রেণীতে উন্নীত করার ফলে মেয়রসহ কর্মকর্তা/ কর্মচারীদের পদ মর্যাদা কিংবা বেতনক্রম উন্নীত হবে না। তাদের পূর্বের পদমর্যাদা ও বেতনক্রম বহাল থাকবে।
https://www.ulipur.com/?p=20795
➤ কুড়িগ্রামে জ্বিনের বাদশা পরিচয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
গত রাত ১১টায় ভুক্তভোগীর পরিবারের নিকট একটি প্যাকেট দেয় এবং জানায় এর ভিতরে স্বর্নের কয়েন আছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। তবে কয়েন তাহাজ্জুদের নামাজের সময় ঘর অন্ধকার করে হাতে হাত মোজা পরে মোমবাতির আলো জ্বালিয়ে দেখতে হবে।
https://www.ulipur.com/?p=20800
➤ কুড়িগ্রামে খাবারের সন্ধানে লোকালয়ে বানর, জনমনে কৌতুহল
প্রতিনিয়তই লোকালয়ে এমন অভুক্ত বানর দেখা যাচ্ছে। বাড়ির ছাদে উঠলে লোকজন তাদের খাবারও দিচ্ছে। অনেকের মাঝে আবার ভীতিও বিরাজ করছে।
https://www.ulipur.com/?p=20803
➤ উলিপুরে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১
ঢেকিয়ারাম গ্রামের মোঃ রফিকুল ইসলামের অটোরিকশা ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় মিনাবাজার থেকে চুরি হয়ে যায়। অনেক খোঁজ খবর করে অটোরিকশাটি না পেয়ে সোমবার (২১ নভেম্বর) দুপুরে উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
https://www.ulipur.com/?p=20811
➤ কুড়িগ্রামে মাদক ব্যবসায়ীদের করা মামলায় গণগ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বক্তরা অভিযোগ করেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর হোসেন তাজেল, আল আমিন, নজরুল ইসলামসহ বিতর্কিত কিছু পুলিশ সদস্যের হয়রাণীমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এলকাবাসী গোয়ালপুরি বাজারে বিক্ষোভ মিছিল করি। এজন্য চলতি মাসের ৮নভেম্বর নিরিহ গ্রামবাসীর বিরুদ্ধে হয়রাণীমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়।
https://www.ulipur.com/?p=20809