।। নিউজ ডেস্ক ।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৯টায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহীন ইসলাম এনডিসি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন টিআরজি ইন্জিনিয়ারিং পরিচালক মোঃ নজরুল ইসলাম, উপ-পরিচালক (বেতার প্রোগ্রাম টিআরজি) মোঃ আবুজার গাফফারী, গবেষণা কর্মকর্তা ফাহিম সিদ্দিক, এনআইএমএইচশিশু, কিশোর পরিবার মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপ-পরিচালক (সেট ডিজাইন প্রশিক্ষণ) মিস শাহিদা সুলতানা, জনসংখ্যা উন্নয়ন, প্রজনন এবং যৌন স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য প্রফেশনাল ডা. আবু জামিল ফয়সেল প্রমুখ।
শিশু অধিকার বিষয়ে ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্টারদের প্রশিক্ষণ কোভিড- ১৯ এর প্রেক্ষাপটে সমস্যা এবং সামাজিক গুরুত্ব এবং আচরণ পরিবর্তন যোগাযোগ প্রোগ্রামিং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় ২২ থেকে ২৪ নভেম্বর ০৩ দিন মেয়াদে “ট্রেইনিং ফর রিপোর্টারস অফ ইলেকট্রনিক মিডিয়া অন চাইল্ড রাইটস ইসুস ইন দ্যা কনটেক্সট অফ কোভিড-১৯ এন্ড ইম্পোর্টেন্স অফ সোশ্যাল এন্ড বিহ্যাবিওর চেঞ্জ কমিউনিকেশন প্রোগ্রামিং” শীর্ষক কর্মশালায় আয়োজন করেছে। উলিপুর ডট কম সহ দেশের ২০টি অনলাইন নিউজ পোর্টালের কর্মকর্তাদের নিয়ে এই কর্মশালায় আয়োজন করা হয়।