।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর হোসেন’র ভাই মামলাবাজ এরশাদুল হকের করা মামলায় হয়রানি মূলক ইউপি মেম্বার আবুল হোসেনসহ গোয়ালপুরী গ্রামের নিরিহ মানুষকে গণগ্রেফতার ও কিছু অসাধূ পুলিশের বিতর্কিত কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রমজান আলী, ফয়জাল হোসেন, জয়নাল আবেদীন, রেজাক মন্ডল, সুনীলচন্দ্র রায় প্রমুখ।
বক্তরা অভিযোগ করেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর হোসেন তাজেল, আল আমিন, নজরুল ইসলামসহ বিতর্কিত কিছু পুলিশ সদস্যের হয়রাণীমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এলকাবাসী গোয়ালপুরি বাজারে বিক্ষোভ মিছিল করি। এজন্য চলতি মাসের ৮নভেম্বর নিরিহ গ্রামবাসীর বিরুদ্ধে হয়রাণীমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়। পুলিশ কোন তদন্ত না করেই দুই ঘন্টার মধ্যেই ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ নিরিহ গ্রামবাসীকে গণগ্রেফতার শুরু করে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন আহবান করা হয়। বক্তারা চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সমম্পর্কে খোঁজখবর নিয়ে তাদেরকে গ্রেফতার ও পুলিশী হয়রাণী থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনসহ আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।