।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম পৌরশহরে এদিক সেদিক ছোটাছুটি করছে দুটি বানর। স্থানীয়দের ধারনা খাবারের সন্ধানে এসেছে। তবে এ নিয়ে তাদের মাঝে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে শহরের থানা পাড়া এলাকায় এদিক সেদিক ছোটাছুটি করা অবস্থায় বানর দুটিকে দেখা যায়। এরপর কুড়িগ্রাম পৌরশহরের জলিল বিড়ি মোড়, পুরাতন থানা পাড়া, সাদ্দির মোড়, কালীবাড়ি সংলগ্ন এলাকার বিভিন্ন বাসা বাড়িতে ও গাছের ডালে খাবারের জন্য বানর ঘুরে বেড়াচ্ছে।
প্রতিনিয়তই লোকালয়ে এমন অভুক্ত বানর দেখা যাচ্ছে। বাড়ির ছাদে উঠলে লোকজন তাদের খাবারও দিচ্ছে। অনেকের মাঝে আবার ভীতিও বিরাজ করছে।
পুরাতন থানা পাড়ার বাসিন্দা বিপ্লব বলেন,’ সকাল ৮টার দিক আমার বাড়ির সামনে বানরগুলোকে দেখতে পাই, এসময় আমরা কলা, আপেল, বাদাম এসব খাবার দিয়েছি। বানরগুলো চালের উপর থেকে খাবার নিয়ে খাচ্ছে।’
আরেক বাসিন্দা অর্পনা সরকার বলেন, ‘গত দুইদিন ধরে বানর দেখা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত কারো কোন ক্ষতি করেনি। খাবার না পেয়ে হয়তো বনের থেকে চলে এসেছে।’
কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, হয়তো বানরগুলো দল ছুট হয়ে ভারত থেকে ভুরুঙ্গামারীর সীমান্ত দিয়ে চলে এসেছে। তারা এরকম খাবারের সন্ধানে লোকালয়ে আসে। তাদের খাবার কিংবা ঢিঁল দিয়ে বিরক্ত করা যাবো না। তারা এমনিতেই আবার বনে চলে যাবে। এরপরও বানরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।