|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, নভেম্বর ২১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে দীর্ঘ ২৬ বছর ধরে তালাবদ্ধ পাউবো’র উপ বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়
রংপুর বিভাগীয় পানি উন্নয়ন বোর্ড ও কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের অধীনে বিগত ১৯৭৪ সালে চিলমারী বন্দরকে নদ-নদী ভাঙন থেকে রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার সুবিধার্থে উলিপুরে উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়টি স্থাপন করা হয়।
https://www.ulipur.com/?p=20772
➤ শিক্ষক সংকটে উলিপুর সরকারি কলেজ, অতিথি শিক্ষক দ্বারা চলছে পাঠদান কার্যক্রম
শিক্ষক ও কর্মচারী সংকটের ফলে বিপাকে আছে প্রতিষ্ঠানটি। যার প্রভাবে বিপর্যয়ের মুখোমুখী এখানকার শিক্ষার্থীরা। থমকে আছে প্রতিষ্ঠানেটির পুরো শিক্ষা ব্যবস্থা। শিক্ষক সংকট থাকা সত্ত্বেও সাফল্যের দিক থেকে পিছিয়ে নেই কলেজটি।
https://www.ulipur.com/?p=20783
➤ ভূরুঙ্গামারীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
টাকা হারানোর দ্বন্দ্বে সোমবার সকালে ছোট ভাই আজিজুল হক তার নিজের ধান ক্ষেতে কাজ করতে গেলে বড় ভাই ফজল হক তার স্ত্রী , দুই ছেল সোহেল (৩৫), রতন (২৪) এক পুত্রবধূ সকলে মিলে জমিতেই তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে ঘটনাস্থলেই ছোট ভাই আজিজুল হক নিহত হয়।
https://www.ulipur.com/?p=20787