।। নিউজ ডেস্ক ।।
ফুটবলপ্রেমীদের দীর্ঘ চার বছরের অপেক্ষার প্রহর শেষে আজ (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় মরুর বুকে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে আল বাইত স্টেডিয়ামে স্বাগতিকদের প্রতিপক্ষ লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তি ইকুয়েডর।
১৯৩০ সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের ২২তম আসরের আয়োজক দেশ কাতার। কাতারের আয়োজক হওয়া নিয়ে যেমন আছে আলোচনা, তেমনি আছে সমালোচনাও। তবে সব কিছু ছাপিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিশ্ব ফুটবলের এই মহারণ।
এশিয়ার অন্যতম ধনী দেশ কাতারে হচ্ছে বিশ্বকাপ। উত্তপ্ত গরম, তাই বিশ্বকাপ শীতে আনা হয়েছে। ফিফার টেবিল থেকে সিদ্ধান্ত আনতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আয়োজকের নাম ঘোষণা হওয়ার পরও বহুভাবে চেষ্টা হয়েছিল যেন কাতার থেকে বিশ্বকাপের মঞ্চটা তুলে নিয়ে অন্য কোনো দেশে বসিয়ে দেওয়া হয়। গরমে খেলতে পারবে না বলে কাতারের কাছ থেকে কেড়ে নিতে কমচেষ্টা হয়নি। কাতার বলে দিল স্টেডিয়ামে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেওয়া হবে।
বিশ্বকাপের যাবতীয় প্রস্তুতি নিতে কাতারের খরচ হয়েছে প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ লাখ কোটি টাকা। গত ৮টি বিশ্বকাপের মধ্যে যা সবচেয়ে বেশি। শুধু বেশি বললে ভুল হবে, গত ২০১৮ রাশিয়া আসরের চেয়ে ২২ গুন বেশি অর্থ খরচ হচ্ছে এবারের আসরে।
আগের সব বিশ্বকাপের চেয়ে এবারের টিকেটের মূল্য হবে বেশি। ফাইনালের সবচেয়ে দামি টিকেটটির মূল্য পাঁচ হাজার ৮৫০ রিয়াল, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় এক লাখ ৬৪ হাজার টাকা।
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কাতার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবে, তা এক নজরে দেখে নিন-
উদ্বোধনী অনুষ্ঠান: রাত ৮টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি
উদ্বোধনী ম্যাচ: কাতার-ইকুয়েডর। রাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি