|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, নভেম্বর ১৬, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
উলিপুরে স্পোর্টস ফর প্রটেকশন, রেসিলিয়েন্স এন্ড ট্রান্সফারমেশন (এসপিআইআরআইটি) প্রজেক্টের ইনসেপশন মিটিং বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
➤ রৌমারীতে ধর্ষণ মামলায় যুবক কারাগারে
গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। এ সুযোগে শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের হজরত আলীর ছেলে জাকির হোসেন ওই গৃহবধূকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কৌশলে ওই গৃহধূর ঘরে ঢুকে পড়েন জাকির হোসেন।
➤ কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজারে অটোরিক্সার ধাক্কায় ভাপা পিঠা বিক্রেতা নিহত
ফজলু মিয়া প্রতিদিনের মতো ত্রিমোহনী বাজারে শীতকালীন ভাপা পিঠার দোকান দিয়ে পিঠা বিক্রি করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী একটি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে ভাপা পিঠার দোকানের ওপর উঠে যায়। এ সময় পিঠা বিক্রেতা ফজলু মিয়া গুরুতর আহত হন।
https://www.ulipur.com/?p=20688
➤ ফুলবাড়ীতে পুলিশের অভিযানে নৌকাসহ ২৭ কেজি গাঁজা জব্দ
আজ ভোর আনুমানিক ৫টার সময় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইকাজী গ্রামস্থ ধরলা নদীর ফাড়িঘাট থেকে প্লাস্টিক দিয়ে ৫টি প্যাকেট বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ২৭ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি নৌকা ও ১টি শ্যালো মেশিন, নৌকায় থাকা ৩টি মাছ ধরার জাল উদ্ধার করা হয়।
https://www.ulipur.com/?p=20697
➤ ফুলবাড়ীতে ক্ষমতা পেয়েই ৪০ মন মাছ চুরি ও যুব উদ্যোক্তাকে হয়রানির অভিযোগ উঠেছে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে
তরুণ উদ্যোক্তা মেহেদি হাসান জানান, এখন নতুন কমিটি অনৈতিক সুবিধা না পেয়ে নানান কথা বলছে। তারা আমার দিকটা দেখছে না। বাদী পক্ষ আমার আইনগত অধিকার ও মর্যাদা ক্ষুন্ন করেছে। আমি অপুরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি। তারা মাইকিং করে পুকুরের সব মাছ তুলে নিয়ে গেছে। এখন চুক্তি বাতিল করলে সর্বশান্ত হয়ে যাবো। তাই সুবিচার পেতে আইনের দারস্থ হয়েছি।
https://www.ulipur.com/?p=20700