|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে ইউপি সদস্যের বাড়ী থেকে ৩০ বোতল মদ জব্দ
সোমবার (১৪ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে একদল ফোর্স প্রত্যন্ত চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের বেগমগঞ্জ মুসল্লিপাড়া গ্রামে ইউপি সদস্য জালাল মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে ৩০ বোতল অফিসার চয়েস মদসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=20669
➤ উলিপুরে ফসলি জমিতে ইটভাটা নির্মাণ, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য
প্রতি বছর এই এলাকায় নতুন নতুন ভাটা স্থাপন করা হচ্ছে। এরা প্রভাবশালী হওয়ায প্রতিবাদ করলে উল্টো বিপদে পড়তে হয়। আইন অনুযায়ী কৃষি জমি, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে, সরকারি বা ব্যক্তিগত বন, অভয়ারণ্য, বাগান বা জলা ভূমিতে ইট ভাটা নির্মণ করা যাবেনা। কিন্তু ইট ভাটা স্থাপন ও পরিচালনায় সরকারি নির্দেশনা মানছেন না বেশির ভাগ ইটভাটার মালিক।
https://www.ulipur.com/?p=20673
➤ আবুধাবি ওয়ার্ল্ড জুজুৎসুতে স্বর্ণপদক জয়ী সুমনকে কুড়িগ্রামে সংবর্ধনা প্রদান
আবুধাবি ওয়ার্ল্ড জুজুৎসু চ্যাম্পিয়ন ২০২২ প্রতিযোগিতায় ১০১টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৬৯ কেজি ফাইটিং দো-ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক এবং ফাইটিং সিঙ্গেল ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক গ্রহণ করেন কুড়িগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আরিফুর রহমান সুমন।
https://www.ulipur.com/?p=20676
➤ রাজিবপুরে বন্ধ হয়ে যাওয়া বালিয়ামারী সীমান্ত হাট চালু করতে ভারত বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত
করোনা মহামারীর প্রাদুর্ভাবে প্রশাসনিকভাবে ২০২০ সালের মার্চ মাসে বন্ধ করে দেয়া হয়েছে ভারত-বাংলা যৌথ বাজার বা বর্ডারহাট। প্রায় আড়াই বছর ধরে কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। আয়-রোজগারহীন হয়ে দুশ্চিন্তায় দিন পার করছে সীমান্তবাসীরা।
https://www.ulipur.com/?p=20682