|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, নভেম্বর ১২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে পুকুরের পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যু
শুক্রবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে তিনি ঘুম থেকে উঠে বাড়ীর বাহিরে গিয়ে আর ফিরে আসেনি। রাত থেকে বিভিন্ন জায়গায় খোজা খুঁজির পর শনিবার ভোরে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে তার মরদেহ পাওয়া যায়। মৃত তাজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানাগেছে।
➤ কুড়িগ্রামে কৃষি বিজ্ঞানী নূরে আলম সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান
সম্প্রতি তিনি গবেষণার মাধ্যমে ফসলের জমিতে নাইট্রোজেনের ব্যবহার কমিয়ে আনা ও অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহারে কৃষকের আর্থিক অপচয় কমানোসহ পরিবেশ ও পানি দূষণ রোধ কল্পে কিছু উপায় উদ্ভাবন করেন। একই সঙ্গে তিনি জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে ক্রপ মলিকুলার জেনেটিক্সের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
https://www.ulipur.com/?p=20603
➤ শীতকালীন সবজি চাষে লাভবান কুড়িগ্রামের চাষীরা
বর্তমানে লাউ, শিম, পটল, কুমড়া, টমেটো, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, মুলা, পেপে, করলাসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ হচ্ছে। অনেক জমি থেকে শাক-সবজির উৎপাদন শুরু হয়েছে। দিনে দিনে শাক-সবজি চাষাবাদের জমির পরিমাণ বেড়েই চলেছে।
https://www.ulipur.com/?p=20607