|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, নভেম্বর ০৭, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে উলিপুর পোস্ট অফিসের কার্যক্রম
নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে ঝুঁঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁঁকি নিয়ে চলছে কাজ। উলিপুর পোস্ট অফিসের অধীনে রয়েছে ১৪টি শাখা অফিস। এসব অফিসের প্রয়োজনীয় কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে এই অফিসেই। এছাড়া পুরো অফিসের ছাদ ধসে পড়ছে।
➤ কুড়িগ্রামে দুপ্রক ও দুদকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
জেলার সততা সংঘের মেধাবী ১৮জন শিক্ষার্থীকে ৬হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮ হাজার টাকা ও উপকরণ হিসেবে ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, স্কেল, কাতা, টিফিন বক্স, পানির বোতল, কলমদানী ও একটি করে পার্স বিতরণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।
➤ কুড়িগ্রামে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি ও কেবিনেট ডিভিশনের সহযোগিতায় এবং কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ২৩টি স্টল নিজেদের পণ্য ও প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করে।
➤ নাগেশ্বরীর রায়গঞ্জ সেতু উদ্বোধন
সেতুটির দৈর্ঘ ৯৫ মিটার এবং প্রস্থ ৭.৩ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩ কোটি ৬৫ লাখ টাকা। ২০১৯ সালে কাজ শুরু হলে ২০২১ সালে কাজ শেষ হয় সেতুটির। উপজেলার উপর দিয়ে প্রবাহিত ফুলকুমার নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত সেতুর পাশে এই সেতু নির্মাণ করা হয়।