।। নিউজ ডেস্ক ।।
জরাজীর্ণ ভবন, ছাদ ধসে পড়ে ভেতরের রড বের হয়ে এসেছে, বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পরে। পোস্ট মাষ্টারের আবাসিক ভবনটি ব্যবহারের অনুপযোগী। নানা সমস্যা নিয়েই চলছে উলিপুর উপজেলা পোস্ট অফিসের কার্যক্রম।
পোস্ট অফিসটি ১৯৮০ সালে শহরের প্রাণকেন্দ্রে কেসি রোডের শাহী মসজিদের সামনে স্থাপিত হয়েছে। ডিজিটাল যুগে দেশ প্রবেশ করলেও পোস্ট অফিসের প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি। সরকার পোস্ট অফিসকে আধুনিকায়ন করার জন্য সবরকম সহায়তাই করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উলিপুর পোস্ট অফিসেও চালু হয়েছে পোস্ট ই-সেন্টার। পোস্ট অফিসের মোট পদ ১২টি। কর্মরত আছেন ৯ জন।
অফিস সূত্রে জানা যায়, নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে ঝুঁঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁঁকি নিয়ে চলছে কাজ। উলিপুর পোস্ট অফিসের অধীনে রয়েছে ১৪টি শাখা অফিস। এসব অফিসের প্রয়োজনীয় কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে এই অফিসেই। এছাড়া পুরো অফিসের ছাদ ধসে পড়ছে। যেকোনো মুহুর্তে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
এ ব্যাপারে উপজেলা পোস্ট মাস্টার আবু সাঈদ বলেন, আমিসহ ৯ জন কর্মচারী এই অফিসে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। এছাড়া আমার জন্য নির্ধারিত বাসভবনটিও ব্যবহারের অনুপযোগী। সব মিলিয়ে নানা সমস্যার বেড়াজালে এই অফিস। গত ৪ অক্টোবর নতুন ভবনের জন্য রাজশাহী উত্তরাঞ্চল পোস্টমাস্টার জেনারেল বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে উত্তরাঞ্চল রাজশাহী পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম বলেন, বিষয়টি আমার নলেজে আসছে। যত দ্রুত সম্ভব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে নতুন ভবন করার ব্যবস্থা নেয়া হবে।
//নিউজ/উলিপুর//মালেক/নভেম্বর/০৭/২২