|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, নভেম্বর ০৬, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম জেলায় নতুন করে যুক্ত হলো রৌমারী পৌরসভা
কুড়িগ্রামের রৌমারীকে পৌরসভা গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে উক্ত উপজেলার তিনটি ইউনিয়নের ৮টি মৌজাকে শহর হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
➤ চিলমারীতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাঁতার শিখছেন ৬০ শিশু
চিলমারীতে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে ৬০জন শিশুকে নিয়ে পাঁচদিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু করেছে স্থানীয় একটি সংস্থা। রোববার (০৬ নভেম্বর) সকালে থানাহাট ইউনিয়নের হ্যালিপ্যাড পুকুরে থানাহাট, রমনা ও রানীগঞ্জ ইউনিয়নের ৬০ জন শিশুকে এ প্রশিক্ষণ দিচ্ছে উপজেলা দমকল বাহিনীর কর্মীরা।
➤ উলিপুরে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
থেতরাই ইউনিয়নের আদর্শ কৃষক মহসীন আলী বলেন, এবার তিনি ৫ একর জমিতে আগাম জাতের ব্রি-৭১ ধান রোপন করেছেন। ইতোমধ্যে আগাম জাতের ধান কাটা-মাড়াই প্রায় শেষ। প্রতি একরে তিনি ৫০ থেকে ৫১ মণ ধান পেয়েছেন। বাজারে ধানের দাম ভালো হওয়ায় তিনি খুশি।