।। নিউজ ডেস্ক ।।
চিলমারীতে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে ৬০জন শিশুকে নিয়ে পাঁচদিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু করেছে স্থানীয় একটি সংস্থা। রোববার (০৬ নভেম্বর) সকালে থানাহাট ইউনিয়নের হ্যালিপ্যাড পুকুরে থানাহাট, রমনা ও রানীগঞ্জ ইউনিয়নের ৬০ জন শিশুকে এ প্রশিক্ষণ দিচ্ছে উপজেলা দমকল বাহিনীর কর্মীরা।
প্রশিক্ষণটি ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার প্রত্যাশা প্রকল্প কিন্ডার নট হিলফী (কেএনএইচ) জার্মানীর আর্থিক সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশা প্রকল্প ম্যানেজার রাজ কুমার মন্ডল, প্রজেক্ট অফিসার আঃ মালেক সরকার ও তারেকা বেগম, উপজেলা ফায়ার সার্ভিসের স্যাব অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
প্রত্যাশা প্রকল্প ম্যানেজার রাজ কুমার মন্ডল বলেন, চিলমারী উপজেলাটি বন্যা কবলিত। এখানে প্রতি বছরই বন্যা হয়। আর বন্যা অনেক শিশু পানিতে ডুবে মারা যায়। এই চিন্তা থেকে আমরা আমাদের সংস্থার মাধ্যমে গত ৩বছর থেকে এই প্রশিক্ষণ অব্যাহত রেখেছি।
//নিউজ/চিলমারী//জাহিদ/নভেম্বর/০৬/২২