।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (০৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিনহাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মোদাচ্ছির বিন আলী, পৌর মেয়ার কাজিউল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুসা মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন একুশে পদকে ভূষিত বিশিষ্ট আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন। এসময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের লড়াইয়ে যারা শহীদ হয়েছেন এবং পরবর্তীতে বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতাকে হত্যা করে যারা সংবিধান স্তগিত করেছেন। তারা জাতীয় সংবিধানকে মুছে ফেলতে পারেন নাই। পরবর্তীতে যারা রক্ত দিয়ে সংবিধানকে পুনরুজ্জীবিত করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।