|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, নভেম্বর ০৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজারহাটে আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত
রাজারহাটে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর দুপুরে প্রেসক্লাব রাজারহাট চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
➤ চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের উপনির্বাচনে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা
চিলমারী উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রুকুনুজ্জামান শাহীন। বেসরকারি ফলাফলে তিনি আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ২০৬ ভোট। রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমান আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ২১৯ ভোট।
➤ উলিপুরে ৩৪ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বুধবার (০২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামশ্রেণী ইউনিয়নের সোবহান বাজার এলাকায় পাকা রাস্তার উপর মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ।
➤ উলিপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
গ্রাস্থাগারিক পদে কর্মরত মৃণাল কান্তি রায় দুপুর আড়াইটার দিকে ওই বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মাত্র দু’জন শিক্ষার্থীকে নিয়ে হিন্দু ধর্ম ক্লাস করাচ্ছিলেন। এ সময় বিশেষ কারণে একজন শিক্ষার্থী হঠাৎ করে অন্য একটি রুমে গেলে শিক্ষক মৃণাল কান্তি সুযোগ বুঝে সেখানে থাকা জনৈক শিক্ষার্থীর উপর জোরপূর্বক শ্লীলতাহানীর অনৈতিক তৎপরতায় লিপ্ত হন।এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে শিক্ষার্থী ব্রেঞ্চে পড়ে যায়।
➤ কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কৃতি শিক্ষক মোঃ ছাদেক আলী দীর্ঘ ৭বছর ধরে সুনামের সাথে এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পর অবসরজনিতকারণে বিদায় নেন।
➤ ভুরুঙ্গামারীতে প্রশ্ন ফাঁসে জড়িত ৬ শিক্ষকের বেতন ও এমপিও স্থগিত, এক শিক্ষককে বরখাস্তের নির্দেশ
মঙ্গলবার (০১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সই করা আদেশ জারি হয় এবং বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এ আদেশ হস্তগত হয়।
➤ চিলমারীতে উপ-নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষ
বুধবার (০২ নভেম্বর) উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণার পরেই বিভিন্ন দলের অনুসারিরা রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকার নৌকা মার্কা পক্ষে কাজ করায় ছাত্রলীগ কর্মী আরিফের উপর হামলা করে।
➤ ব্রুনাইয়ের সুলতানের উপহার পেল কুড়িগ্রামের সুবিধা বঞ্চিত শিশুরা
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চড় হাওড়-বাওড় শহীদ ক্যাপ্টেন বাশার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়ার বরাদ্দ দেয়া জুতা ও পোশাক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করে আন্তর্জাতিক বেসরকারী দাতা ও উন্নয়নসংস্থা মুসলম এইড ও ইএসডিও।
➤ কুড়িগ্রাম সদরে ৫ স্কুলের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৫৬টি বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোর মধ্যে অপেক্ষাকৃত পিছিয়ে পরা ৫টি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, ইউপি চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও মাধ্যমিক শিক্ষা বিভাগ।