।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে নির্বাচনের জের ধরে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী আহত। এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। এ নিয়ে থানায় অভিযোগের পর ৩ জনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর মন্তব্য পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলা।
জানা গেছে, চিলমারী উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে ঘিরে রানীগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রলীগ কর্মী আহত হন। বুধবার (০২ নভেম্বর) উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণার পরেই বিভিন্ন দলের অনুসারিরা রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকার নৌকা মার্কা পক্ষে কাজ করায় ছাত্রলীগ কর্মী আরিফের উপর হামলা করে। এতে আরিফ গুরুত্ব আহত হন এবং পরে তাকে চিলমারী হাসপাতালে নেয়া হলে তার অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হয়। এটি নির্বাচনকে ঘিরে সংঘর্ষ নয় মন্তব্য করে এলাকার অনেকে বলেন তাদের মাঝে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে এবং পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে চিলমারী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে চিলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে মহসিন, দুলাল ও ফুলুমিয়া নামে তিন ব্যাক্তি আটক করেছে।
//নিউজ/চিলমারী//সোহেল/নভেম্বর/০৩/২২