।। নিউজ ডেস্ক ।।
চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজিত করে নির্বাচিত হয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী। বুধবার (২ নভেম্বর) এ দুই উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
চিলমারী উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রুকুনুজ্জামান শাহীন। বেসরকারি ফলাফলে তিনি আনারস প্রতীকে ১৬ হাজার ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সোলায়মান আলী সরকার নৌকা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩৬২ ভোট।
রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমান আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫৯২ ভোট। আর নৌকা প্রতীক নিয়ে মো. রেজাউল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৪১৪ ভোট।
বুধবার সকাল ৮টায় এই দুই উপজেলায় শুধু উপজেলা চেয়ারম্যান পদে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। রৌমারী উপজেলায় মোট প্রার্থী ছিলেন সাত জন ও চিলমারী উপজেলায় প্রার্থী ছিলেন পাঁচজন।
চলতি বছরের ৪ জুলাই রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও ২২ আগস্ট চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীরবিক্রমের মৃত্যু হলে পদ দুটি শূন্য হয়।
ভোট গণনা শেষে রৌমারী উপজেলার ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অীফসার এমদাদুল হক। আর চিলমারী উপজেলার ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব।