|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, নভেম্বর ০১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাত পোহালেই অনুষ্ঠিত হবে রৌমারী ও চিলমারী উপজেলা পরিষদের উপনির্বাচন
আগামীকাল বুধবার (২ নভেম্বর) রৌমারী ও চিলমারী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের ৬৯টি কেন্দ্রে ও চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের ৪৫টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
➤ ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় যুব দিবস পালিত
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে আলোচনা সভা, যুব ঋণের চেক প্রদান, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, সনদপত্র বিতরণ এবং সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ যুব সংগঠকের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
➤ চাকুরী জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধির দাবিতে কুড়িগ্রামে গ্রাম পুলিশের মানববন্ধন
চাকুরী জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
➤ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, সনদপত্র বিতরণ, গাছের চারা বিতরণ এবং সফল আত্মকর্মী, সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।