।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে অন্যের বাড়িঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছে পুলিশ।
জানা গেছে, রোববার (৩০ অক্টোবর) ভোর রাতে নুর বকসের বাড়িতে আগুন লাগলে একটি ঘর ও ঘরের আসবাবপত্র সম্পর্ণরূপে পুড়ে যায়। পাশে থাকা অপর একটি ঘরেরও অর্ধেক অংশ পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অভিযোগে জানা যায়, ঐ গ্রামের নুর বকসের সাথে পার্শ্ববর্তী শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে রোববার ভোরে প্রতিপক্ষের লোকজন নুর বকসের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে বলে অভিযোগ করেন নুর বকস। এতে একটি ঘরসহ আসবাপত্র ভূস্মিভূত হয়। এছাড়াও পাশে থাকা আরেকটি ঘরের আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপরদিকে অভিযুক্ত শহিদুলের ছেলে মশিউর রহমান বাবু তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, অভিযোগ পেয়েছি। এরই মধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা করার প্রস্তুতি চলছে।