|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, অক্টোবর ২৯, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত
শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলসেডে আলোচনা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
➤কুড়িগ্রামে ২য় দিনের মত চলছে পরিবহন ধর্মঘট
মহাসড়কে থ্রি-হুইলার, নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে রংপুর জেলা মটর মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে শনিবারও কুড়িগ্রাম থেকে এসব পরিবহন ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।
➤ দুর্বিষহ জীবন কাটাচ্ছেন উলিপুরের অন্ধ বাঁশি বাদক নিতাই
আলসিয়া বলেন, আমি অন্ধ হলেও ভিক্ষে চাই না কারো কাছে। বাঁশি বাজানো শুনেই মানুষ আমাকে আর্থিক সহযোগিতা করে। পুঁজি থাকলে আবার ব্যবসা করে ছোট ছেলেকে উচ্চ শিক্ষিত করতে চাই।
➤ উলিপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত
শনিবার সকাল ১১ টায় উলিপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।