|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে শিক্ষক দিবস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উলিপুরে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ব্র্যাকের সহযোগিতায় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে রের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়াম হল হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
➤উলিপুর পৌরসভায় পাম্প হাউস কাজের উদ্বোধন
উলিপুর পৌরসভায় ৩৩ কিলোমিটার পাইপ লাইন, ৮টি স্ট্রিট হাইড্রেন্ড, ২টি টেষ্ট টিউবওয়েল, একটি প্রোডাকশন টিউবওয়েল ও একটি পাম্প হাউস কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
➤ কুড়িগ্রাম সদরে গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের হামলা, ভাই বোনের মৃত্যু
বুধবার (২৬ অক্টোবর) দিনের বেলা বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জেরে প্রতিবেশি দুলাল মিয়া রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে এসে হামলা চালায়।
➤ উলিপুরে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
বুধবার (২৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুনাইগাছ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাগড়াকুড়া টি বাঁধ এলাকায় অভিযান চালায় উলিপুর থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী এজাজুল হক ও হেলাল উদ্দিনের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি হিরো হাঙ্ক মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করা হয়।
➤ কুড়িগ্রাম সদরে ডাল কাটা নিয়ে দ্বন্দে ভাই বোনের মৃত্যুতে ১২ জনের নামে মামলা, গ্রেফতার ৬
নিহত আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমান বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে বাদী হয়ে ১২ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনার পর বুধবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। ময়না তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
➤ উলিপুর সরকারি কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ঐতিহ্যবাহী উলিপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।