।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে সদরে আমের ডাল কাটা নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের হামলায় সত্তর উর্ধ দুই ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনার পর রাতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
হামলার ঘটনায় নিহত আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানসহ আরো দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় পুলিশ দুলাল মিয়ার ভাই নুর বকশ, নুর জামাল মিয়া ও ইকবাল হোসেন এবং ইকবালের স্ত্রী আলেয়া বেগম, ছেলে আশরাফূল হক ও মিজানুর রহমানকে আটক করেছে।
নিহত আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমান জানান, সামান্য গাছের ডাল কাটাকে কেন্দ্র করে যারা আমার বাবা ও ফুফুকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সালাম জানান, হাসপাতালে আনার আগেই দুজনকে মৃত: অবস্থায় নিয়ে আসা হয়। ময়না তদন্ত সাপেক্ষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, নিহত আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমান বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে বাদী হয়ে ১২ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনার পর বুধবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। ময়না তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।