|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
সোমবার (২৫ অক্টোবর) সকালে কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমামদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
➤ ৯৯৯ ফোন পেয়ে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ঘূর্ণিঝড় সিত্রাং এর কবলে আটকে পরা ৮৮ জনকে উদ্ধার করেছে পুলিশ
সোমবার (২৪ অক্টোবর) বিকেলে একটি যাত্রীবাহী নৌকা কুড়িগ্রামের রৌমারী ঘাট থেকে চিলমারীর রমনাঘাটের উদ্দেশ্যে ২ জন মাঝিসহ ৭৮ জন যাত্রী নিয়ে রওনা দেয়। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচন্ড ঝড় সিত্রাং এর কবলে পড়ে নৌকার মাঝির অজান্তে ব্রহ্মপুত্র নদের মাঝখানে ডুবোচড়ে যাত্রীসহ নৌকাটি আটকে যায়।
➤ কুড়িগ্রামে শেষ হলো দুদিনব্যাপী আয়োজিত সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জেলা প্রশাসন আয়োজিত কুড়িগ্রামে দু’দিনব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (২ে৫ অক্টোবর) শেষ হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি।
➤ রৌমারীতে ম্যাজিস্ট্রেটের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা
রৌমারী উপজেলা পরিষদ কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেট আব্দুল হাই এবার ধরা খেলেন চাঁদাবাজীর মামলায়। তার বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙ্গিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে।