।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমামদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকালে কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমামদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মারুফ রায়হান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি একুশে পদক প্রাপ্ত বিজ্ঞ পিপি এস.এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা নূর বখত। এসময় কুড়িগ্রামের বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে মাদকের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। পাশাপাশি সকল থানা ও বিট পুলিশিং এর মাধ্যমে বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে সকল ধর্মাবলম্বী নাগরিকদের সাথে বিট পুলিশিং সভা ও উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও সম্মানিত মসজিদের ইমামগণ জেলা পুলিশের পাশে থেকে নারী ও শিশু নির্যাাতন, যৌতুক, মানবপাচার, জঙ্গিবাদমুক্ত একটি অসাম্প্রদায়িক কুড়িগ্রামের লক্ষে সম্মিলিত ভাবে কাজ করার আশাবাদ ও প্রত্যয় ব্যক্ত করেন।
//নিউজ/কুড়িগ্রাম//সাইফুল/অক্টোবর/২৫/২২