|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, অক্টোবর ২৪, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে এক ঘন্টার জন্য পুলিশ সুপার হলেন এসএসসি পরীক্ষার্থী ইলা বর্ষণ
এসএসসি পরীক্ষার্থী সংগ্রামী ইলা বর্ষণ এক ঘন্টার পুলিশ সুপার হিসেবে প্রতীকি দায়িত্ব পালন করেন। দায়িত্ব নেয়ার পর নব নিযুক্ত পুলিশ সুপার সংগ্রামী ইলা বর্ষণ কুড়িগ্রাম জেলাকে বাল্য বিবাহমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের কার্যকর ব্যবস্থা গ্রহনের সুপারিশমালা তুলে ধরেন।
➤ কুড়িগ্রামে পৃথক অভিযানে ১২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
➤ কুড়িগ্রামে দুদিন ব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রামে দু’দিন ব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি।
➤ কুড়িগ্রামে আসামীর পরিবর্তে আদালতে হাজিরা দিতে আসা বালু শ্রমিক গ্রেফতার
কুড়িগ্রামে মাত্র ৮শ টাকা মজুরির সাথে বাড়তি সামান্য টাকার লোভে পড়ে আওয়ামী লীগ নেতার ছেলের পরিবর্তে আদালতে হাজিরা দিতে এসে গ্রেফতার হয়েছেন জয়নাল নামে এক দিনমজুর।
➤ উলিপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে কমিটি গঠন
কাউন্সিল অধিবেশন রাত ১০টায় জেলা সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে সকল সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের স্বাক্ষাৎকার পর্ব কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়।
➤ কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের কাউন্সিল প্রার্থী শুধু সরকারি চাকুরীজীবীরাই
দীর্ঘ ১৬বছর পর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনিয়ে সরগড়ম গোটা জেলা। আগামী ২৬ অক্টোবর এ কাউন্সিলকে ঘিরে আগ্রহ সৃষ্টি হয়েছে সবার মধ্যেই। কে হচ্ছেন পরবর্তী সভাপতি আর কে বা নির্বাচিত হতে যাচ্ছেন সাধারণ সম্পাদক।