।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) বিকেলে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে আগামী ৩ বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার জন্য উপজেলা নেতৃবৃন্দের নিকট সিভি জমা নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রাম সার্কিট হাউজে চলে যান।
দ্বিতীয় কাউন্সিল অধিবেশন রাত ১০টায় জেলা সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে সকল সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের স্বাক্ষাৎকার পর্ব কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়। পরে আগামী ৩ বছরের জন্য সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুকে নির্বাচিত করা হয়েছে। সহ-সভাপতি আজিজুল ইসলাম মুকুল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক স ম আল মামুন সবুজ, মঞ্জুরুল সরদার বাবু, সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিট মারজান, আসাদুজ্জামান খন্দকার, রিয়াজুল ইসলাম সুজা, প্রচার ও সম্পাদক নির্মল চন্দ্র রায়, দপ্তর সম্পাদক সহকারি অধ্যাপক শাহিনুর আলমগীর, মহিলা বিষয়ক সম্পাদিকা রিপা সরদার, কৃষি বিষয়ক সম্পাদক আসাদুল হক, সদস্য আব্দুল মজিদ হাড়ি, অধ্যাপক এম এ মতিন এমপি ও মতি শিউলীকে আগামী ৩বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
//নিউজ/উলিপুর//মালেক/অক্টোবর/২৪/২২