|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, অক্টোবর ২৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে তুলা কারখানায় অগ্নিকান্ড, প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
কুড়িগ্রাম বিসিক শিল্প নগরীতে একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকান্ড ঘটেছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিসিকের মা টেক্সটাইল নামক তুলা তৈরির কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় সাধারণ মানুষসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে দীর্ঘ ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
➤ উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
রবিবার (২৩ অক্টোবর) সকালে কামাল খামার বয়েজের মোড় গ্রামের আবুল হোসেনের কন্যা সকালে শিশুটির দাদা আবু বক্কর মাঠে গরু চড়াতে গেলে শিশু তানজিলা দাদার অজান্তে পিছু নেয়, সে সময় শিশুটি পা পিছলে পুকুরে পড়ে যায়।
➤ উলিপুরে গ্রামবাসীর ধাওয়া খেয়ে দুর্ধর্ষ চোরের মৃত্যু
উলিপুরে গ্রামবাসীর ধাওয়া খেয়ে দুর্ধর্ষ চোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার (২৩ অক্টোবর) ভোর ৪টায় উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ী গ্রামে। সে ওই গ্রামের মৃত ইব্রাহিম আলী ডাকাতের ছেলে।
➤ ফুলবাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা মহিলা কলেজ এলাকার জনৈক সাইদুল ইসলামের বাড়ীর পাশের একটি সড়কে অভিযান চালানোর সময় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে হাতেনাতে আটক করে এবং দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করে।
➤ উলিপুরে দীর্ঘ ১০ বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রবিবার (২৩ অক্টোবর) বিকেলে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জাফর আলী। পরে আগামী ৩ বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার জন্য উপজেলা নেতৃবৃন্দের নিকট সিভি জমা নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রাম সার্কিট হাউজে চলে জান।