।। নিউজ ডেস্ক ।।
উলিপুর ডট কম সহ নিবন্ধন পাওয়া ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ করেছে সরকার। গত ১৮ অক্টোবর এই তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নিবন্ধন পাওয়া এই ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের নাম ও ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করা হয়েছে।
সিনিয়র তথ্য অফিসার আশরেফা ইমদাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর নাম উল্লেখ করে তালিকা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে কুড়িগ্রাম জেলার সমগ্র অঞ্চল নিয়ে উলিপুর ডট কম প্রতিবেদন প্রকাশ করে আসছে। উন্নয়ন, আধুনিকায়নসহ প্রান্তিক কৃষকদের সফলতার খবর থেকে উচ্চপদস্থ কর্মকর্তার অনিয়ম, দুর্নীতি কিংবা রাজনৈতিক নেতাদের দুঃশাসন ও প্রশাসনের স্বেচ্ছাচারিতাসহ সবকিছুই তুলে ধরছে সাধারন মানুষের কাছে।
সম্প্রতি কুড়িগ্রামের প্রথম অনলাইন মিডিয়া তালিকাভুক্ত নিউজ পোর্টাল উলিপুর ডট কম’র জেলা কার্যালয় উদ্বোধন করা হয়। যা আরকে রোড (জেলা পরিষদ মার্কেটের বিপরীতে) অবস্থিত।
নিবন্ধন পাওয়া ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা দেখা যাবে এই লিংকে
(http://www.pressinform.gov.bd/sites/default/files/files/pressinform.portal.gov.bd/page/10a2c4f6_3057_438b_bab6_328d0bdf9410/2022-10-19-04-03-7cecf16a0b68c6331031df51c41b25af.pdf)।