|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, অক্টোবর ২২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
শ্বশুর বাড়িতে এসে স্ত্রী জান্নাতি বেগমকে বাড়ি নিয়ে যেতে চাইলে সে রাজি হয়নি। এরপর স্ত্রীকে রেখে অভিমান করে রাত ১০টার দিকে বাড়িতে চলে যায়। শনিবার (২২ অক্টোবর) সকালে সে ঘুম থেকে না উঠায়, পরিবারের লোকজন দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পাওয়ায় জানালার ফাঁক দিয়ে দেখতে পায় সে ঘরের আড়ার সাথে ফাঁসি দিয়ে ঝুঁঁলিয়ে আছে।
➤ মা ইলিশ সংরক্ষণে কুড়িগ্রামে টাস্কফোর্সের বিশেষ অভিযান
ইলিশের প্রজনন মৌসুমে ০৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত “জেলা টাস্কফোর্স কমিটি” কুড়িগ্রাম কর্তৃক নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
➤ কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
‘আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
➤ চিলমারীতে এইচএসসি প্রথম বর্ষের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিলেন মাত্র এক শিক্ষার্থী
চিলমারীর গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এইচএসসি প্রথম বর্ষ ২১ ব্যাচের পরীক্ষার রুটিন অনুযায়ী শনিবার (২২ অক্টোবর) কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার রুটিন অনুযায়ী উক্ত পরীক্ষা কেন্দ্রে কৃষি শিক্ষা বিষয়ে একজন মাত্র পরীক্ষার্থী থাকায় ওই শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়।