।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রাম জেলায় ইলিশের প্রজনন মৌসুমে ০৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত “জেলা টাস্কফোর্স কমিটি” কুড়িগ্রাম কর্তৃক নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংশাসহ জেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ।
এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় জেলে সহ উপস্থিত সকলকে আগামী ২৮ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত মা ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ইলিশ মাছ আমাদের দেশের সম্পদ এটি সংরক্ষণের বিষয়ে সকলকে সচেতন হওয়ার জন্য প্রেরণা প্রদান করেন।
জেলা টাস্কফোর্স কমিটি’র উপস্থিতে জেলে সহ স্থানীয় নাগরিকবৃন্দ ইলিশ মাছ সংরক্ষণে সম্মিলিত ভাবে সচেতন থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ মাছ শিকার থেকে বিরত থাকার আশা ও প্রত্যয় ব্যক্ত করেন।
পরে টাস্কফোর্স কমিটি নদী ভাঙন, চরের নাগরিকদের শিক্ষাব্যবস্থাসহ নানাবিধ চ্যালেঞ্জ নিয়ে স্থানীয় নাগরিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করে উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে অবদান রাখার আহ্বান জানান।
অন্যদিকে একই সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের ডিবি টিম মা ইলিশ সংরক্ষণে উলিপুর উপজেলা প্রশাসনের সাথে যৌথ উদ্দ্যোগে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
//নিউজ/কুড়িগ্রাম//সাইফুল/অক্টোবর/২২/২২