।। টেক ডেস্ক ।।
বর্তমান সময়ে জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম হচ্ছে ইউটিউব। এছাড়াও এই ভিডিও প্লাটফর্ম থেকে অর্থ উপার্জন করার বিশাল এক মাধ্যম। কিন্তু প্রযুক্তি উন্নতির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকারদের প্রতারণার ফাঁদ। তাই প্রযুক্তি বিশেজ্ঞরা অনলাইন ভিত্তিক অ্যাকাউন্ট ব্যবহারে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন।
বিশ্বের অনেক মানুষ ইউটিউবকে পেশা হিসেবে নিয়েছে। এখান থেকে আয় করছে বড় ধরনের অর্থ। কিন্তু এধরনের প্ল্যাটফর্মগুলো সারাক্ষণ হ্যাকারদের টার্গেট থাকে। বিভিন্নভাবে পাসওয়ার্ড চুরি করে দখল নিয়ে নিচ্ছে অ্যাকাউন্টের। এরপর নানাভাবে ব্ল্যাকমেইল, তথ্য ও অর্থ চুরি করছে ব্যবহারকারীদের।
এসব বিপদ এড়াতে ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কিছু সিকিউরিটি লেয়ার অনুসরণ করা জরুরী। যেখানে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে।
চলুন জেনে নেওয়া যাক ইউটিউব অ্যাকাউন্ট হ্যাকিং থেকে সুরক্ষিত রাখার উপায়-
স্ট্রং পাসওয়ার্ড: অ্যাকাউন্ট খোলার সময় আমাদের অনেকেই অত্যন্ত সাধারণ কোনও পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। যেমন, কেউ নিজের মোবাইল নাম্বার, কেউ তার জন্মদিনের সংখ্যা এবং নিজের নাম ইত্যাদি দিয়ে পাসওয়ার্ড সেট আপ করে থাকেন। এ ধরণের পাসওয়ার্ড অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থেকে যায় । কেননা, হ্যাকাররা প্রথমদিকে এইগুলো দিয়েই অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করে থাকে। তাই স্ট্রং পাসওয়ার্ড দিন। যেমন @#৳%!>123456ABCD#
টু-স্টেপ ভেরিফিকেশন: বর্তমান অ্যাকাউন্ট সুরক্ষার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে টু-স্টেপ ভেরিফিকেশন। এটি দুই স্তর বিশিষ্ট্য সিকিউরিটি সিস্টেম যা মূলত অ্যাকাউন্টের মালিক নিশ্চিত করে।
মাল্টিপল অ্যাক্সেস বন্ধ করা: আপনার অ্যাকাউন্ট একাদিক ডিভাইসে লগ ইন করা থেকে বিরত থাকতে হবে। একাধিক ডিভাইসে অ্যাক্সেস থাকেল হ্যাক হওয়ার ঝুঁকি থেকে যায়।
নিয়মিত নিরাপত্তা যাচাই: দিনে কমপক্ষে একবার করে হলেও যাচাই করুন আপনার অ্যাকাউন্টি অন্য কোনো ডিভাইসে লগইন আছে কি না। হঠাৎ সেটিংসে পরিবর্তন অনুভব করলে অবিলম্বে সেটিংট সংশোধন করুন এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।
সন্দেহজনক মেসেজ ও কন্টেন্ট বা লিংক: কোনও বিশ্বাসযোগ্য ব্যক্তির ছদ্মবেশে হ্যাকাররা যখন ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়, তখন তাকে ফিশিং বলা হয়। ইউটিউব কখনই আপনার পাসওয়ার্ড, ইমেল আইডি বা অন্য কোনও অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাইবে না। কেউ যদি ছদ্মবেশে ইউটিউব থেকে যোগাযোগ করার চেষ্টা করে, কখনই সেই ফাঁদে পা দেবেন না।