।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ব্রহ্মপুত্র নদ থেকে আবুল কাশেম (৬৮) নামের এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম জাহাজের আলগার চরে এ ঘটনা ঘটে।
উলিপুরে ব্রহ্মপুত্র নদ থেকে আবুল কাশেম (৬৮) নামের এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম জাহাজের আলগার চরে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া গ্রামের মৃত মেজার আলীর ছেলে। ঘটনার সততা নিশ্চিত করেন নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শামীম মন্ডল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধ আবুল কাশেম পেশায় একজন ভিক্ষুক এবং শারীরিকভাবে অসুস্থ্য। ভিক্ষা করতে বের হলে তিনি এক থেকে দুই সপ্তাহ পর বাড়ি ফিরেন। রবিবার (৯ অক্টোবর) ভিক্ষা করার জন্য তিনি সাহেবের আলগায় যান। এরপর আর ফিরে আসে নাই। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে জাহাজের আলগার চরের লোকজন তার মরদেহ কোলার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে রাত প্রায় ১০টার দিকে উলিপুর থানায় নিয়ে আসে। নিহত বৃদ্ধার ছোট ভাই আক্কাছ আলীসহ পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় থানা থেকে লাশ বাড়িতে নিয়ে যায়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ভিক্ষুক আবুল কাশেম যে কোন সময় নদের কোলার পানিতে পড়ে মারা যান। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য দেয়া হয়েছে।
//নিউজ//উলিপুর//মালেক/অক্টোবর/২১/২২